শ্রমজীবীদের মাসে নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি

1

গত বৃহস্পতিবার চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের একটি কর্মী সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এবং সদ্য গঠিত শ্রমিক অধিকার কমিশনের সদস্য তপন দত্ত। অতিথি ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোতালেব, মোহাম্মদ হাশেম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ হোটেল এন্ড রেস্টুরেন্ট খাতে শ্রমিকদের জন্য নতুন করে নিম্নতম মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়ে বলেন, বর্তমান বাজার দর বিবেচনায় শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তাঁরা আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী হওয়ায় শ্রমিকদের জীবনযাত্রা সংকটাপন্ন হয়ে পড়েছে। শ্রমিকেরা যে মজুরি পায় তা দিয়ে আর জীবন চলে না। সভায় রেশনিং ব্যবস্থা প্রণয়ন করে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি তুলে ধরা হয়। পাশাপাশি শ্রম আইন মেনে শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান এবং সাপ্তাহিক ও উৎসব ছুটিসহ সকল সবেতন ছুটি বাস্তবায়নে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যকরী ভূমিকা রাখতে আহবান জানানো হয়। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জোর দেন। বিজ্ঞপ্তি