মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত আন্ত:ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৯ এপ্রিল রাতে ক্লাব কার্যালয়ে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সৈয়দ তানসির তাইমুর মোরশেদ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, সিজেকেএস কাউন্সিলর হারুনুর রশিদ, সালাউদ্দিন জাহেদ, সোহেল আহমেদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ ইকবাল, মহসিন সাজু, মহসিন আলী বাদশা, আমির হোসেন মানিক, রফিকুল ইসলাম মিঠু, কামরুল পারভেজ জসি, রাসেল রাজু, আব্দুল হামিদ নয়ন, ইসমাইল রাহাত, সাইফুর রহমান রানা, আব্দুল হামিদ জানি, শহিদুল আলম প্রমুখ। খেলা শেষে ক্যারম দ্বৈত চ্যাম্পিয়ন ইকবাল ও জসি, রানার্স আপ লিটন ও রাজু, একক চ্যাম্পিয়ন আজাদ এবং রানার আপ জসি, লুডু চ্যাম্পিয়ন শহিদ ও জনি এবং রানার আপ ইসমাইল ও সাকের, দাবা চ্যাম্পিয়ন মহসিন সাজু ও রানার আপ আমির হোসেন মানিক, জুনিয়র দ্বৈত চ্যাম্পিয়ন রাব্বি।