পটিয়ার শোভনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফজল আহমদ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মো. এরশাদুল আলম। বক্তব্য দেন সমাজসেবক মো. নুরুল ইসলাম, মফিজুর রহমান, সহ-সভাপতি শিরিণ আক্তার, অভিভাবক সদস্য নাজিম উদ্দিন, রফিক উদ্দিন, হারুনুর রশিদ, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে এরশাদুল আলম বলেন, এলাকায় শিক্ষা বিস্তারে ইঞ্জিনিয়ার ফজল আহমদ চৌধুরী’র অবদান স্মরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জোবায়ের। বিজ্ঞপ্তি