শৈত্যপ্রবাহ ৬ জেলায়

1

পূর্বদেশ ডেস্ক

মাঘ মাসের শেষ প্রান্তে এসে রাজশাহী, পাবনা, নওগাঁসহ দেশের ছয় জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এ পরিস্থিতি রোববারও (আজ) অব্যাহত থাকতে পরে।
আবহাওয়াবিদ মল্লিক বলেন, শৈত্যপ্রবাহ কালও থাকবে। বিস্তার হওয়ার সম্ভাবনা কম। তবে পর দিন অর্থাৎ সোমবার থেকে সারাদেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার আভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ। খবর বিডিনিউজের।
গতকাল আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। গতকাল সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।