কক্সবাজার প্রতিনিধি
পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে কক্সবাজারে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি এক ইউপি সদস্যের। এমনকি খোদার কসম বলে শপথ করে ‘আজ মায়ের চেহলাম’ বলে জানালেও পুলিশ তাকে ছাড়েনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পুকুর থেকে তুলে গ্রেপ্তার করে পুলিশ। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে। এই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুল।
গত রবিবার দুপুরে খুরুশকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওয়ার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের আগে দেশব্যাপি বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছাত্রদের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ বাবুলকে গ্রেপ্তার করতে গেলে তিনি পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইউপি সদস্য বাবুলকে হাত জোড় করে বলতে শোনা যায়, ‘কাল (আজ) আমার মায়ের ফাতেয়া আমাকে ছেড়ে দেন। আমার মা মারা গেছে’।
গ্রেপ্তার ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলের মা গেলো ৯ মে মৃত্যু বরণ করেন বলে জানিয়েছেন ওই এলাকার স্থানীয়রা।