শেষ ম্যাচেও আমিরাতকে হারালো টাইগার যুবারা

1

স্পোর্টস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বাকি তিনটি ম্যাচে আরব আমিরাতকে উড়িয়ে দেয় লাল-সবুজ জার্সিধারীরা। শুক্রবার সিরিজের শেষ ম্যাচটিতে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশের যুবারা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অফস্পিনার দেবাশীষ বিশ্বাসের ঘূর্ণিতে সফরকারীরা ১৩৭ রানে অলআউট হয়।
সর্বোচ্চ ২৯ রান আসে উদ্দিশ সুরির ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে দেবাশীষ ৪ রানে নেন চারটি উইকেট। ১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী অ্যালেন ৬৯ রানের জুটি গড়েন। জাওয়াদ ৪১ রানে আউট হলেও তিন নম্বরে নামা শাহরিয়ার আজমিরকে সঙ্গে নিয়ে অ্যালেন অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়েন। অ্যালেন ৪২ বলে ৪১ এবং শাহরিয়ার ৩৭ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বাংলাদেশের যুবারা ২০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।