শেরশাহ’তে ১৫ ভবনের কাজ বন্ধ করল সিডিএ

10

নিজস্ব প্রতিবেদক

নগরীর শেরশাহ এলাকায় ‘দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’তে অভিযান চালিয়ে ১৫টি বহুতল ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং পাহাড় কাটার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে চার ঘণ্টাব্যাপী অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট হাউজিং সোসাইটিতে নির্মাণাধীন ১৫টি বহুতল ভবনের কাজ নিয়মবহির্ভূতভাবে চলছে।
ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, পাহাড় কেটে এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে এসব ভবন নির্মাণ করা হচ্ছে। তাই সব নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, নগর পরিকল্পনার বাইরে যেকোনো অবৈধ স্থাপনা, বিশেষ করে পাহাড় কেটে গড়ে ওঠা ভবন নগরের পরিবেশ ও নিরাপত্তার জন্য হুমকি। বর্ষার সময় এসব এলাকায় ভ‚মিধস ও প্রাণহানির আশঙ্কা থাকে। এ কারণে আমরা এসব স্থাপনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।তিনি জানান, ভবিষ্যতে এসব ঝুঁকিপূর্ণ এলাকায় ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করে অবৈধ নির্মাণ কার্যক্রম প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।