শেরপুরে ভয়াবহ বন্যা, ৪ জনের মৃত্যু

1

টানা প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা কবলিত শেরপুরে পানিতে ডুবে তিনজন মারা গেছেন। এছাড়া বন্যার পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাতনামার লাশ। জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদীর কমপক্ষে ১৮টি ইউনিয়নের অধিকাংশ রাপ্লাঘাট, বিপ্লীর্ণ এলাকার ফসলের মাঠ তলিয়ে গেছে। অসংখ্য বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে।
তিনদিন ধরে টানা বৃষ্টির কারণে স্থানীয় পাহাড়ি নদ-নদীর পানি বেড়েছে। সেই সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যোগ হয়ে শেরপুরের এই বন্যা দেখা দিয়েছে। গতকাল শনিবার সকাল থেকে থেমে থেমে আবার বৃষ্টি হওয়ায় এসব ইউনিয়নের বানভাসী মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। অনেক স্থানে পাহাড়ি ঢলের পানির প্রবল তোড়ে ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। তলিয়েছে ফসলের খেত, ভেসে গেছে মাছের পুকুর ও ঘের। অনেক বাড়িতে রান্না-খাওয়া বন্ধ রয়েছে। খবর বিডিনিউজের।
বন্যায় জেলার রোপা আমনের ব্যাপক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই ৭ হাজার ৬৯৬ হেক্টর জমির রোপা আমন ধান সম্পূর্ণ নিমজ্জিত, ৯ হাজার ৬৯৩ হেক্টর জমির রোপা আমন আংশিক নিমজ্জিত হয়েছে। এছাড়া ২০৮ হেক্টর জমির সবজির সম্পূর্ণ এবং ৪১৩ হেক্টর আংশিক নিমজ্জিত হয়েছে। বন্যায় ৬৫ হাজার ৪০০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।