লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ৩৭তম চার্টার নাইট গত ৩০ সেপ্টেম্বর নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। তিনি বলেন, ‘শেয়ার এন্ড কেয়ার, যত্নের ছায়া ছড়ায় মায়া’কে সার্থক করতে লায়নবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান। অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি ক্লাবের নতুন সদস্যদের স্বাগত ও শপথ বাক্য পাঠ করান। ক্লাব প্রেসিডেন্ট লায়ন হানিফা নাজিব হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী, ১ম জেলা ভাইস গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন এস এম শামসুদ্দীন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন নাসির উদ্দিন, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, লায়ন জাহানারা বেগম, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস, লায়ন হুমায়ুন কবির, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন এস এম আবু জাকের, লিও দীপ্ত দে ও তার টিম। বিজ্ঞপ্তি