ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল দেয়া হচ্ছে। দেশের সব মানুষ যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে এবং কেউ যেন বঞ্চিত না হয় এটাই বিশ্বমানবতার জননী শেখ হাসিনা একান্ত চাওয়া। শেখ হাসিনার মত মানবিক প্রধানমন্ত্রী বিশ্বে বিরল। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুচ ছালাম গতকাল শুক্রকাল বিকালে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন।
এস এম জসিম উদ্দিনের সভাপতিত্বে চাল বিতনণকালে বক্তব্য রাখেন বোযালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জাহেদুল হক, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহম্মদ উল্লাহ লিটন, সৈয়দ মো. ইয়াসির, ওয়াহেদ মুরাদ নোমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. খালেদ মাসুদ। আরো উপস্থিত ছিলেন আবু বক্কর, সৈয়দ নুরুল ইসলাম, এরশাদ, আসাদুজ্জামান হাসান, তুষার নন্দী ফুলু, বাপ্পা দে, আবু সাদাত, মামুন, কিশোর ভঞ্জ প্রমুখ। বিজ্ঞপ্তি