শেখ মুজিবের ছবি নামানো হল নতুন ইসির ব্রিফিংয়ের আগে

1

নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিক প্রথম ব্রিফিংয়ে আসার আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ থেকে নামানো হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। গতকাল রোববার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার। এরপর তারা নির্বাচন কমিশনে যান। খবর বিডিনিউজের।
বিকাল সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসার কথা ছিল। এর মধ্যে আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্নভোজের কারণে ব্রিফিং বিলম্বিত হয়।
বিকাল ৪টার দিকে কমিশনের দুই কর্মী নির্বাচন ভবনের পঞ্চম তলায় ওই সম্মেলন কক্ষে এসে দীর্ঘ দিন ধরে দেয়ালে লাগানো বঙ্গবন্ধুর ছবিটি খুলে ফেলেন। পরে সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন শুরু হয়।
এর আগে ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ওইদিন এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বঙ্গভবনের দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে, আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না।