শুল্ক প্রত্যাহারের পর ভারত থেকে চাল আমদানি শুরু

1

পূর্বদেশ ডেস্ক

পুরোপুরি শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিনটি ট্রাকে ১০৫ টন চালের প্রথম চালান এসেছে বলে বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান। খবর বিডিনিউজের।
তিনি বলেন, যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান ‘মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট’ ভারতের পশ্চিমবঙ্গের ‘সুধর্ম আয়াতনির্যাত প্রাইভেট লিমিটেড’ এর মাধ্যমে ১০৫ মেট্রিক টন (এক লাখ ৫ হাজার কেজি) নন-বাসমতি চাল আমদানি করেছে।
বেনাপোল স্থলবন্দর থেকে চাল খালাসের দায়িত্বে রয়েছে ‘হোসেন অ্যান্ড সন্স’ সিঅ্যান্ডএফ এজেন্ট।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, কাস্টমস থেকে শুল্কায়নের পর কাগজপত্র দেখে চাল দ্রুত ছাড় দেওয়ার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একই আমদানিকারকের আরো ১০৫ টন চাল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া অর্ক ট্রেডিংয়ের আরো ১০০ টন চালের গেটপাস করা হয়েছে। এগুলোও খুব দ্রুতই বন্দরে ঢুকবে।
আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়। ফলে সোমবার থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় আমদানি বাড়বে। এতে দেশের বাজারে চালের দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন।