এবারের আইপিএল শুরু ২৯ মার্চ। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে ভারত সরকার ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভিসা বাতিল করেছে। শুধুমাত্র কূটনৈতিক, ইউএন/ আন্তর্জাতিক সংস্থা, এমপ্লয়মেন্ট ও প্রজেক্ট ভিসা আওতার বাইরে। কিন্তু আইপিএলে দল পাওয়া বিদেশি খেলোয়াড়রা বহন করেন ‘বিজনেস ভিসা’। ভারতীয় সরকারের নির্দেশ অনুযায়ী ১৫ এপ্রিল পর্যন্ত তাদের ভারতে প্রবেশের সুযোগই তো থাকছে না! এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের দেশের সরকারের কাছ থেকে ‘বিশেষ অনুমতি’ নিতে না পারলে আইপিএলের শুরুতে খেলতে পারবেন না কোনও বিদেশি। সেক্ষেত্রে ২০২০ সালের টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি যে অনেকটাই রঙ হারাবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান জানিয়েছেন, সরকারের কাছ থেকে নতুন নির্দেশনা না আসলে আইপিএলে বিদেশিদের যোগ দেওয়াটা অসম্ভব। ভারতীয় সরকার ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করেছে সব ভিসা।