শুনানির জন্য হাইকোর্টের পৃথক বেঞ্চ

1

ওয়াকফ মামলা শুনানির জন্য হাই কোর্টে পৃথক বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. মনসুর আলম এই বেঞ্চে বিচার কাজ পরিচালনা করবেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাই কোর্ট বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াকফ প্রশাসনের অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বেঞ্চ গঠন করা হয়েছে বলে গতকাল শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বেঞ্চ গঠন করে দিয়ে আগামি রবিবার থেকে কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। খবর বিডিনিউজের
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উপস্থাপন করলে তিনি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন।
এই বেঞ্চকে ওয়াকফ, মুক্তিযুদ্ধ বিষয়ক ও ইনকামট্যাক্স সংক্রান্ত রিট মোশন ও এ সংক্রান্ত শুনানিসহ আরও কিছু বিষয় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াকফ প্রশাসনের কয়েকশ মামলা বহু বছর ধরে উচ্চ আদালতে অনিষ্পন্ন রয়েছে। এর ফলে ওয়াকফ এস্টেটের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। ওয়াকফ প্রশাসনের অনেক ভ‚মিও ইতোমধ্যে বেহাত হয়ে গেছে।
ওয়াকফ সংক্রান্ত মামলা শুনানির দায়িত্বপ্রাপ্ত এ বেঞ্চে যৌক্তিক সময়ে মামলা নিষ্পত্তি করা সম্ভব হলে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় এবং ওয়াকফ প্রশাসনে গতির সঞ্চার হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের আশা।