টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত ১৭ জুলাই এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান ছিদ্দিক। তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যায় জিপিএ-৫ পেলেই মেধাবী হওয়া যায় না। প্রকৃত মেধা হলো যা মানুষের জন্য নিবেদিত হবে। অনেকগুলো প্রাণকে কেন্দ্র করেই আমাদের জীবন। তাই জীবনকে আত্মকেন্দ্রিক করে রাখলে হবে না। আজকের কৃতী শিক্ষার্থীরাই একদিন দেশ গঠনে এগিয়ে আসবে। তিনি বলেন, আমরা সেই মেধাবী চাই না, যার মেধা দুর্নীতি, অন্যায়ের দিকে ধাবিত করে। আমরা সেই মেধার বিকাশ চাই যে মেধা সোনার বাংলা, বাসযোগ্য বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী টেরীবাজার ব্যবসায়ী সমিতির সংবর্ধনার আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের মহতী উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রেরণা, আত্মবিশ্বাস যোগায়। তিনি আগামী প্রজন্মের প্রতিটি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করার উপর গুরুত্বারোপ করে বলেন, তবেই বিকশিত হবে বঙ্গবন্ধুর আদর্শ আর মজবুত হবে অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার ভিত। টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ আহমদ হোছাইনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফরিদ, রাঙ্গুনিয়া থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ ইসমাঈল, আলহাজ বেলায়েত হোসেন, মোহাম্মদ লিয়াকত আলী, আলহাজ মোহাম্মদ আলমগীর, আলহাজ মোহাম্মদ গোলাম নবী ও আলহাজ খাইরুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ দিদারুল আলম, আলহাজ মোহাম্মদ মুছা, আলহাজ ফজল আহমদ, আবদুল করিম, মোহাম্মদ ইব্রাহিম পারভেজ, আলহাজ আবু তাহের, আমিনুল ইসলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মনজুর এলাহী, সিরাজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, টেরীবাজার ব্যবসায়ী সমিতি প্রতি বছর জিপিএ-৫ প্রাপ্ত ব্যবসায়ীদের সন্তানদের জন্য সংবর্ধনার আয়োজন করে থাকে। বিজ্ঞপ্তি