দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থবছরে চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। জাতীয় শুদ্ধাচার নীতিমালা ২০১৭ অনুসারে কর্মকর্তাদের এ পুরস্কার প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ড. মো. হাবিব উল্লাহ বাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। সজীব কুমার চক্রবর্তী চট্টগ্রাম জেলায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) হিসেবে ২০১৯ সালের ডিসেম্বর থেকে কর্মরত রয়েছেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব হিসেবে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, দুর্যোগে জরুরী সাড়াদান, দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, বিভাগীয় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, দুর্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ-সামগ্রী, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা পর্যায়ে সফল ভূমিকা রাখায় এই পুরস্কারের জন্য মনোনীত হন তিনি।-নিজস্ব প্রতিবেদক