বর্তমানে বস্তুগত উন্নতি ও প্রযুক্তিগত উৎকর্ষতা ঘটলেও মানুষের নৈতিক মানের ক্ষেত্রে অবনমন ঘটেছে। আর্থিক প্রাচুর্য সত্ত্বেও মানুষ খুব একটা শান্তিতে নেই। অর্থবিত্তে প্রকৃত সুখ ও শান্তি নেই। নৈতিক জীবনচারিতার মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি নিহিত। বর্তমান ঘুণে ধরা অবক্ষয়পুষ্ট জীবনধারা বদলাতে শুদ্ধচারি মননশীল উজ্জীবনধর্মী সাংস্কৃতিক জাগরণ ঘটাতে হবে। ফটিকছড়ি জমিদারপাড়া বসুন্ধরা সমাজকল্যান যুব সংগঠনের আয়োজনে ০৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় সংগঠনের ১ যুগ পূর্তি উপলক্ষ্যে শীতকালীন চড়ুই ভাতী, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ তারেক উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন জমিদারপাড়া সমাজের পরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠন এর পৃষ্ঠপোষক মন্ডলীর সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন নারায়ণহাট পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. মুহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম আরমান, নারায়ণহাট আল হাসানাইন মডেল মাদরাসার চেয়ারম্যান মুহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকী, সমাজসেবক মুহাম্মদ দেলোয়ার হোসেন, দুবাই প্রবাসী মুহাম্মদ শফিউল আজম, বসুন্ধরা সমাজকল্যাণ সংগঠন এর সাবেক সভাপতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মুক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নোমান বিন খুরশিদ। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ জমিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সুমন, অর্থ সম্পাদক মুহাম্মদ আরফানুল আবছার, ধর্মীয় সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর, তৌফিক উল্লাহ চৌধুরী, মুহাম্মদ সাইফুল, হাফেজ আবদুর মজিদ, মুহাম্মদ আবদুর শুক্কুর, মুহাম্মদ টিপু, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ মুরাদ, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ নিজাম, মুহাম্মদ ইমতিয়াজ রকি প্রমুখ।