চন্দনাইশের শুচিয়ায় লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের আয়োজনে ২৪তম বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই পূজা শেষ হয় গতকাল সোমবার। লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ বাসন্তী পূজা, চন্ডীযজ্ঞসহ ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের পুরোহিত্য করেন।
পাঁচ দিনব্যাপী আয়োজনে মধ্যে ছিল প্রতিমা প্রদর্শন, গীতাপাঠ, চন্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতা, ধর্মসভা, চন্ডীযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় নাটক ও দেবী দুর্গা প্রদর্শন। বিজ্ঞপ্তি