শীলকূপে আ.লীগ নেতা গ্রেপ্তার

1

বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি শীলকূপ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ মার্চ দুপুরে উপজেলার শীলক‚প ইউনিয়ন মনকিচর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, মনকিচর এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে (৪৬) গ্রেপ্তার করা হয়। সে মনকিচর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটক নুর মোহাম্মদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
-বাঁশখালী প্রতিনিধি