শীর্ষ দশে ইংলিশ ক্লাবের ছড়াছড়ি সবচেয়ে দামি ক্লাব রিয়াল

1

আবারও ক্লাব ফুটবলে সবচেয়ে দামি ক্লাবের তকমা জিতেছে রিয়াল মাদ্রিদ। তালিকার শীর্ষ দশে রয়েছে ৬টি ইংলিশ ক্লাব।
‘ফুটবল ক্লাবস ভ্যালুয়েশন রিপোর্ট’ নামে এই বিশ্লেষণটি প্রকাশ করেছে বুদাপেস্টভিত্তিক ‘ফুটবল বেঞ্চমার্ক গ্রুপ’, যারা বিগত ১০ বছর ধরেই এই মূল্যায়ন করে আসছে। এ রিপোর্টে ক্লাবগুলোর “এন্টারপ্রাইজ ভ্যালু” হিসেব করা হয়েছে — অর্থাৎ একটি ক্লাবের শেয়ারের মূল্য ও ঋণের পার্থক্য মিলিয়ে যা দাঁড়ায়।
রিয়াল মাদ্রিদ এবার প্রথম ক্লাব হিসেবে ৬.৩ বিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় আনুমানিক ৭৪ হাজার কোটি টাকা) মূল্য অতিক্রম করে তালিকার শীর্ষে রয়েছে। এরপর রয়েছে ম্যানচেস্টার সিটি (৫.২ বিলিয়ন ইউরো) ও ম্যানচেস্টার ইউনাইটেড (৫.১ বিলিয়ন ইউরো)। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে।