শীর্ষ তিনে মিরাজ, চূড়ায় রাবাদা

1

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে অবদান রাখতে না পারলেও বোলিংয়ে অবদান রেখেছেন মেহেদি হাসান মিরাজ। পরে দ্বিতীয় ইনিংসে সবার ব্যর্থতার মাঝে খেলেন ৯৭ রানের ইনিংস। তারই পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। উঠে এসেছেন র‌্যাংকিংয়ের তিন নম্বরে।
গতকাল র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন মিরাজ। ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন তিনি।
অপরদিকে বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়া কাগিসো রাবাদা উঠে এসেছেন টেস্ট বোলারদের শীর্ষে। তিন ধাপ এগিয়েছেন তিনি। অপরদিকে এই টেস্টে না খেলা সাকিব আল হাসানের হয়েছে অবনতি। ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছেন তিনি। মিরাজের আগে দুই নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষে আছেন তারই সতীর্থ রবীন্দ্র জাদেজা।
টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে অবশ্য বরাবারের মতো শীর্ষে আছেন জো রুট। দুইয়ে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। এক ধাপ উন্নতিতে তিনে ভারতীয় ব্যাটার জায়সাওয়াল। এই র‌্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়েছে পাকিস্তানের সাউদ শাকিল। ইংল্যান্ডের বিপক্ষে ১৩৪ রানের ইনিংস খেলে দলকে জেতানে এই ব্যাটার আছেন ৭ নম্বরে।