চার ম্যাচের চারটিতেই জিতে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রাইজিং স্টার ক্লাব। গতকাল আগ্রাবাদ কমরেড ক্লাবকে হারিয়ে চার খেলার চারটিতেই জয়লাভ করে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে তারা। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে রাইজিং স্টার ক্লাব ১-০ গোলে আগ্রাবাদ কমরেড ক্লাবকে পরাজিত করে। ঐতিহ্যবাহী রাইজিং স্টারের শতভাগ সাফল্যের বিপক্ষে শতভাগ ব্যর্থ আগ্রাবাদ কমরেড ক্লাব এ যাবত তাদের চার খেলার চারটিতেই পরাজিত হয়েছে। কোন পয়েন্ট পায়নি তারা। রেলিগেশনের শংকা চোখ রাঙাচ্ছে দলটিকে।
গতকাল খেলার শুরু থেকেই রাইজিং স্টার ক্লাব প্রতিপক্ষের উপর চড়াও হয়। তবে আক্রমনের তুলনায় রাইজিং স্টার গোল করায় মুন্সিয়ানা দেখাতে পারেনি। খেলার ১৮ মিনিটেই একটি নিশ্চিত গোল থেকে বেঁচে যায় কমরেড, গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন কমরেড ডিফেন্ডার। ৩১ মিনিটে জয়সূচক গোলটি করে রাইজিং। আমানউল্লাহর মাইনাস থেকে বিপ্লব হোসেন চমৎকার হেডে গোল দেন (১-০)। এ গোলের পর রাইজিং স্টার আক্রমন বজায় রাখে। কিন্তু গোল আসেনি আর। দ্বিতীয়ার্ধে দু’দলের খেলা থাকে গোলশূন্য। ফলে ন্যুনতম ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রাইজিং স্টার ক্লাব। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আগ্রাবাদ কমরেড ক্লাবের গোলরক্ষক শিফাতুর রহমান। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য।
এর আগে দিনের প্রথম খেলায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং কল্লোল সংঘ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। এ খেলায় কোন দলই গোল করতে পারেনি। খেলার প্রথমার্ধে আগ্রাবাদ নওজোয়ানের আধিপত্য ছিল। কিন্তু তারা গোল করতে পারেনি। একইভাবে খেলার দ্বিতীয়ার্ধে কল্লোল সংঘ প্রাধান্য বিস্তার করে খেললেও গোল পাওয়া হয়নি তাদেরও। খেলার প্রথমার্ধেই আগ্রাবাদ নওজোয়ান দুটি সুযোগ নষ্ট করে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আসিফের কর্নার থেকে সালাউদ্দিন চমৎকার শট নেন। কিন্তু নওজোয়ান কিপার শুভ সেভ করেন। তিন মিনিট বাদে ২৩ মিনিটের সময় অধিনায়ক সবুজ রায় বক্সে ঢুকে নওজোয়ান কিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। ২৬ মিনিটের সময় প্রায় ওপেন নেট মিস করেন কল্লোলের বদলী খেলোয়াড় নূর মোহাম্মদ সুজন। শেষ দিকে সালাউদ্দিনের জোড়ালো শট নওজোয়ান গোলকিপার শুভ রক্ষা করেন। চার খেলা শেষে তিন ড্রয়ে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের পয়েন্ট হয়েছে ৩।
অন্যদিকে কল্লোল সংঘ চার খেলা শেষে ৫ পয়েন্ট পেয়েছে- একটি খেলায় জয়, দুটিতে ড্র এবং একটি খেলায় পরাজিত হয়েছে কল্লোল। গতকালের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের গোলরক্ষক ওবায়েত হোসেন শুভ। তার হাতে ক্রেষ্ট তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. হারুন আল রশীদ।
আজকের খেলা: বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স বনাম ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব (বিকাল ৩টা) এবং শতদল ক্লাব বনাম পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা (বিকাল ৫টা)।