শীতার্ত মানুষের পাশে থাকা সামাজিক ও মানবিক দায়িত্ব

1

চট্টগ্রাম মহানগরীর সরাইপাড়া ওয়ার্ড যুবদলের উদ্যোগে পাহাড়তলী রেল স্টেশন রোড এলাকায় অসহায় মানুষের মাঝে গত ৪ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম। তিনি বলেন, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো। যুবদলের পক্ষ থেকে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। যুবদলের পক্ষ থেকে অসহায় মানুষের জন্য আমরা সর্বদা কাজ করে যাব। সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মো. সাইফুল আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের সাবেক সি. যুগ্ম-আহবায়ক রাসেল খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মঞ্জু, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুর রহমান সুমন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, হায়দার আলী চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মাষ্টার আরিফ, মহানগর যুবদল নেতা হোসেন উজ জামান, শওকত খান রাজু, সাইফুল আলম রুবেল, ইকবাল হোসেন মিলন, শফিকুর রহমান, মোবারক মিয়া, পাহাড়তলী থানা ছাত্রদলের সভাপতি ওয়ালিদ হাসান আবির, থানা যুবদল নেতা আনোয়ার হোসেন, কৃষক দলের আহŸায়ক সবুজ রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক দিদারুল আলম প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি