শীতার্তদের শীতবস্ত্র উপহার

1

অ্যামপ্যাথ চুনতির শীতবস্ত্র উপহার
ভিশন চুনতি’র সামাজিক প্লাটফর্ম অ্যামপ্যাথ চুনতির উদ্যোগে চুনতির অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার সামগ্রী বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সংগঠনের সদস্য সাইফ মুহাম্মদ মুরাদ এর সঞ্চালনায় চুনতি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফিজুল হক নিজামী এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনতীর সন্তান, ব্যাংকার জে. ইউ.এম. বাবর হোসাইন সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য, কর আইনজীবী কুতুব উদ্দিন, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট ফরিদ উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর অধ্যাপক ড. আ.ক.ম. শাহেদ, ইউএসটিসির শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জে এম সাদেক, চুনতি সমাজ কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ সৈয়দ উদ্দীন সিদ্দিকী। উপস্থিত ছিলেন ভিশন চুনতীর সদস্যবৃন্দ, হিন্দু, বৌদ্ধ ও চুনতির বিভিন্ন সামাজিক ক্লাবের সদস্যবৃন্দ।

ডাঙ্গারচরে শীতবস্ত্র উপহার
কর্ণফুলী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা প্রতি বছরের মতো এবারো শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
১১ জানুয়ারি সকালে উপজেলার ডাঙ্গারচর সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা মাঠে ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষকে শীতের কম্বল উপহার দেওয়া হয়। মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক রশিদুল হাসান শাহেদ। মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল আল্লামা মো. তানভীর ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মো. ইব্রাহিম বিপু, শিক্ষানুরাগী আমিনুল ইসলাম টিপু, সাংবাদিক মহিউদ্দিন।
অনুষ্ঠানে একই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি সমাপ্তি হয়।

চন্দনাইশে ওডেব’র শীতবস্ত্র বিতরণ
ওডেব চন্দনাইশস্থ কানাইমাদারী ওমেন্স সেন্টারে গত ৯ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় ‘কয়ার’ প্রকল্পের পিএম সজল দে’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দে, জনপ্রতিনিধি আয়শা আকতার আজাদী, সাংবাদিক শিবলী সাদিক কফিল, ওডেব’র আইন বিষয়ক অফিসার মো. আলাউদ্দীন, চন্দনাইশ ব্রাঞ্চ ম্যানেজার মাহামুদুল হক, পুরবী বড়ুয়া, রুপালী দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি