কক্সবাজারের খুরুশকুল মনুপাড়া সদর নিবাসী কক্সবাজার জেলা প্রশাসকের কর্মচারী, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও এসএসসি-৯৪ ব্যাচের বন্ধু মো. আনোয়ারুল হকের ৭ বছর বয়সী সন্তান, মাদ্রাসা পড়ুয়া ছাত্র আল মুহাম্মদ হক আহাদ গত ৭ জানুয়ারি দুষ্কৃতকারী কর্তৃক নৃশংস হত্যার শিকার হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসএসসি ৯৪ ব্যাচ চট্টগ্রামের বন্ধুদের উদ্যোগে ৯ জানুয়ারি বিকেল ৪টায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ৯৪-ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।
জাহিদ তানসির ও আবুল মনসুর রুমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন মঈনুদ্দিন রাশেদ, আহিল সিরাজ, মীর রাসেল, মহিউদ্দিন ফারুক, নঈম মাহমুদ, কাজী আরফান, ফরহাদ গণি নয়ন, মাহমুদ বিন সামাদ, মাসুদ পারভেজ, আবু নাঈম, মাহমুদুল করিম, ইসকান্দর হোসেন শিপলু, শামসুল হায়দার তুষার, জোবাইদুন নাহার ঝুমুর, জালাল উদ্দিন রুমি, আহমেদ রঞ্জু, আমান উল্লাহ আমান, রাশেদ চৌধুরী, জয়দ্বীপ চৌধুরী রনি, কাজী কাদের, তানভীর বাবু, মানতাসা নুর, সবুজ ইনানী, মো. শাহজাহান, মাহবুবা রহমান শিপু, ফেরদৌস বাবু, হাবিবা হারুন, হাবিবুল্লাহ বাবুল, এ কে এম মহিউদ্দিন, মানিক বড়ুয়া, বিটু বড়ুয়া, শহীদ ইকবাল, এ.টি.এম হারুন, শহীদ সোহেল, আরশাদ মাহমুদ, মো. শহিদ, শ্রাবণী দাশ, সুনাইরা নাজিম, শামীমা ফারুক, ওসমান ভুট্টু, অজয় চক্রবর্ত্তী, লতিফা চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, রিনা, মো. সোহেল, এরশাদ উল্লাহ মুন্না, রাকিব ভুইয়া, নেজাম উদ্দিন, মীর শোয়েব, মো. আরিফ, পারভীন নাদিয়া, হাবিব উল্লাহ, মোস্তাক আহমদ, মনিরুজ্জামান মনির, খোরশেদ সাজু, মো. জাহাঙ্গীর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। বক্তারা নিষ্পাপ শিশু আহাদ এর নির্মম-নিষ্ঠুর-বর্বর হত্যাকাÐের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রæত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি