শিশুর ‘পা কামড়ে’ বিতর্কে বাইডেন

1

হ্যালোইন উপলক্ষে হোয়াইট হাউজে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গত বুধবার একেবারে অন্য মুডে ধরা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছোট্ট এক শিশুর পায়ে খেলাচ্ছলে আলতো করে ‘কামড়’ দেন তিনি। আরও দুই শিশুকেও বাইডেনের ‘মজা করে কামড়ানোর’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বাইডেন নিছক মজা করে ওই কাজ করলেও তার এমন কান্ড ঠিক কিনা তা নিয়ে সমালোচনা করেছেন অনেকে।
হোয়াইট হাউজের পার্টিতে সেদিন নানা বয়সের মানুষ যোগ দিয়েছিল।আগতদের মধ্য়ে অনেক শিশুও ছিল। তারা বিভিন্ন কস্টিউমে সেজে ছিল। একটি শিশুকে তার বাবা-মা সাজিয়েছিল টার্কির কস্টিউমে। মায়ের কোলে চড়ে সে গিয়েছিল হোয়াইট হাউজে।
শিশুটিকে দেখে মন গলে যায় ৮১ বছরের বৃদ্ধ প্রেসিডেন্টের। সে সময়ে অনুষ্ঠানস্থলের আবহসঙ্গীত হিসাবে বাজছিল হলিউডি ছবি জওস (যে ছবিতে হাঙরের বিভীষিকা ফুটিয়ে তোলা হয়েছিল)-এর থিম সং। এমন আবহেই শিশুটির পায়ে আলতো করে ‘কামড়’ দেন বাইডেন। তাছাড়া, একটি আইসক্রিম কস্টিউম পরা শিশুর পায়েও তিনি খেলাচ্ছলে কামড় দেন এবং নীল পোশাক পরা একটি শিশুকেও কামড়ান।