শিশুদের মাঠে খেলাধুলার জন্য উৎসাহিত করতে হবে

22

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খেলাধুলার মাঠ দিন দিন কমে যাচ্ছে। মাঠ না থাকায় শিশুরা খেলতে পারছেনা। শিশুরা মোবাইল গেমসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। শিশুদের মাঠে খেলাধুলার জন্য উৎসাহিত করতে হবে। খেলাচ্ছলে শিশুদের নৈতিকতা ও মমত্ববোধ শেখাতে হবে। চান্দগাঁও এলাকায় ইনডোর গেমসের জন্য মাঠের ব্যবস্থা ও আধুনিক প্লে গ্রাউন্ড নির্মাণ সবার জন্য অনুকরণীয়।
গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও চন্দ্রিমা আবাসিক এলাকায় প্লে গ্রাউন্ডের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যুবলীগ নেতা মো. পারভেছের সঞ্চালনায় বাবুনি স্পোর্টস এক্সপ্রেস’র উপদেষ্টা আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনএসআই চট্টগ্রাম মেট্টোর পরিচালক মো. আলী, চসিক ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, রাঙ্গুনিয়ার ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান লোকমানুল হক, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কুইক এনার্জি লিমিটেডের চেয়ারম্যান কায়সার আলী, বাবুনি স্পোর্টস এক্সপ্রেসের উপদেষ্টা মো. ওসমান গনি, চেয়ারম্যান অপু চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাফ, চান্দগাঁও আবাসিক এ বøক আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল মনসুর, ছাত্রলীগ নেতা জাকিরুল আজম চৌধুরী মুরাদ। ১৮ লাখ টাকা ব্যয়ে ইনডোর প্লে গ্রাউন্ড নির্মাণ করা হয়।