বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম বলেছেন, জাতি গঠনের জিয়াউর রহমানের দূরদর্শিতা ছিল। তিনি শিশুদেরকে একেবারে ছোট থেকে যোগ্য করে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি শিশুদের বিকাশের জন্য শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে শিশুরা রাষ্ট্রীয়ভাবে বিতর্ক, আবৃতি, নাচ, গানসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের বিকশিত করার সুযোগ পেতো। আজকে যারা দেশের খ্যাতনামা এবং অনেক প্রতিষ্ঠিত শিল্পী, তারা এভাবে তৈরি হয়েছেন।
মহান স্বাধীনতার ঘোষক, বহুলীয় গণতান্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ৩১ মে দুপুরে পাহাড়তলী-আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কে আয়োজিত শহীদ জিয়া ও সবার আগে বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম চারুকলা একাডেমীর শিক্ষিকা সাইকা পারভীন মিলি’র সঞ্চালনায় এসময় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক হারুনুর রশিদ হারুন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. শাহ আলম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মঞ্জু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০টা শুরু হওয়া চিত্রাংকন প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। প্রতিযোগিতার তিন বিভাগে বিজয়ীসহ অংশগ্রহণকারী সকলকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি