শিল্পকলা প্রাঙ্গণে মুজিববর্ষে স্বাধীনতার বইমেলার প্রস্তুতিসভা

22

চট্টগ্রাম একাডেমির আয়োজনে আগামী ২১ মার্চ থেকে ২৫ মার্চ পাঁচদিনব্যাপী মুজিববর্ষে স্বাধীনতার বইমেলা নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ১১ মার্চ মঙ্গলবার একাডেমি মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী। প্রস্তুতি সভায় বইমেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন একাডেমির মহাপরিচালক অরুণ শীল, বইমেলার মহাসচিব নেছার আহমদ, সাবেক মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, প্রফেসর রীতা দত্ত, বিপুল বড়ুয়া, পরিচালক দীপক বড়ুয়া, পরিচালক জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, শারুদ নিজাম, রাজন বড়ুয়া, এম কামাল উদ্দিন, তালুকদার হালিম, অমিত বড়ুয়া, মুহাম্মদ মুসা খান ও প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ। সভায় বইমেলা উদযাপন পরিষদ গঠন ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাধীনতার বইমেলা সফল করার জন্য একাডেমি সকল সদস্যসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি