শিলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সম্মেলন ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে ২০ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। শিলক ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুল করিম, রাঙ্গুনিয়ার আমীর মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন প্রমুখ। শিলক ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুর হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন শিলক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি এবং শিলক উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মাওলানা সাব্বির আহমেদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি এরফানুল হক।
এতে শিলক ও পদুয়া ইউনিয়নের ইউনিট ঘোষণা করা হয়। সম্মেলনে সহগ্রাধিক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।