শিরোপার দ্বারপ্রান্তে লিভারপুল নটিংহ্যামে ধরাশায়ী ম্যানসিটি

1

স্পোর্টস ডেস্ক

মৌসুমের বেশ বড় সময় ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগের রাজত্বটা লিভারপুলের। মাঝেমধ্যে সেই লড়াই জমলেও তাদের চ‚ড়া থেকে ফেলতে পারেনি লিগের বাকি প্রতিদ্বন্দ্বীরা। অলরেডরা গতকাল (শনিবার) টেবিলের তলানিতে থাকা সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একই রাতে নটিংহ্যাম ফরেস্টের কাছে ধরা খেয়েছে ম্যানচেস্টার সিটি। এরপর দুই দল যথাক্রমে টেবিলের ৩-৪ এ অবস্থান করছে। অ্যানফিল্ডে সফরকারী সাউদাম্পটনকে আতিথ্য দিতে নেমে হোঁচট খেয়েছিল লিভারপুল। যা ম্যাচে উত্তেজনা ছড়ায়। তবে বিরতির পর একে একে তিনবার সফরকারীদের জালে সফল হানা দিয়ে ম্যাচের দখল নেয় আর্নে স্লটের দল। অলরেডদের পক্ষে দারউইন নুনিয়েজ একটি এবং মোহামেদ সালাহ জোড়া গোল করেন। এর আগে সাউদাম্পটনের পক্ষে একটি গোল দিয়েছিলেন উইলিয়াম স্মলবোন। এই ম্যাচ জিতে কার্যত শিরোপার পথে আরও এক ধাপ এগোল লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের তাদের পয়েন্ট ব্যবধান ১৬। যদিও দুটি ম্যাচ বেশি খেলেছে স্লটের দল। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট।
এদিকে ফরেস্টের মাঠে খেলতে নেমে ম্যাচজুড়ে আধিপত্য দেখালেও গোলের জন্য মরিয়া সিটি ব্যর্থ হয়েছে। উল্টো শেষদিকে গোল খেয়ে তারা বাড়ি ফিরেছে ১-০ গোলের হার নিয়ে। ম্যাচজুড়ে ৭০ শতাংশ বল দখলে রেখে ১৪টি শট নেয় পেপ গার্দিওলার দল। এর মধ্যে লক্ষ্যে ছিল কেবল ৩টি শট। বিপরীতে ৯টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিক ফরেস্ট। এই হারে টেবিলের আরও নিচে নামার শঙ্কায় সিটি। ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে চারে, সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে ফরেস্ট।