শিগগিরই আনসার বিজিবি পুলিশে বড় নিয়োগের ঘোষণা

2

পূর্বদেশ ডেস্ক

কর্মস্থলে না ফেরায় শিগগিরই পুলিশ, বিজিবি ও আনসারে বড় নিয়োগের ঘোষণা আসছে। ইতিমধ্যে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এরইমধ্যে এসআই নিয়োগেরও বিজ্ঞপ্তি যাবে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ রিফর্মের কাজ চলছে। এ জন্য কমিটি করে দেওয়া হয়েছে। তারা একটি রিপোর্ট করবে। সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
যারা এখনো দায়িত্বে যোগ দেয়নি, তারা এখন আর পুলিশ নেই। তারা আমাদের কাছে অপরাধী। তিনি বলেন, পুলিশে নতুন নিয়োগ শুরু করেছি। কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছি। শিগগিরই এসআই নিয়োগেরও বিজ্ঞপ্তি যাবে। আমরা আনসার ও বিজিবিতেও নতুন নিয়োগের ব্যবস্থা করছি।
আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন পদমর্যাদার অন্তত ১৮৭ পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি বলে গত ১৭ সেপ্টেম্বর এক বার্তায় জানিয়েছিল পুলিশ সদর দপ্তর। কাজে না ফেরা এই পুলিশ সদস্যদের কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায়। আবার শীর্ষ পর্যায়ের অন্তত ২৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। ক্ষমতার পালাবদলের মধ্যে আত্মগোপনে ছিলেন তারা।
সরকার পতনের পর দেশজুড়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আক্রমণের শিকার হতে থাকেন পুলিশ সদস্যরা। আগুন দেওয়া হয় থানা ও পুলিশের স্থাপনায়। লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। পরে আন্দোলন শেষে পুলিশ কাজে ফিরলেও হারানো সেই মনোবল ফেরেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
মূলত দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। উপদেষ্টা বলেন, এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্নে হবে। পূজা নির্বিঘ্নে করতে সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা খুব ভালো এটা বলা যাবে না। তবে সন্তোষজনক বলা যায়। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি বলেন, এরই মধ্যে পুলিশের কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু শুরু হয়েছে, দুয়েক দিনের মধ্যে এসআই নিয়োগ দেওয়ার কাজ শুরু হবে। বিজিবি- আনসারেও নিয়োগ দেবে সরকার।