শিখে নিন জেন-জি’র এই ২২ শব্দ

4

যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দিনের একটা বড় সময় অনলাইনে বার্তার আদান-প্রদান করতে করতে চলে যায়। সেখানে এই বার্তা সংক্ষেপগুলো যদি আপনি না জানেন, তাহলে অনেক কথারই মানে বুঝবেন না অথবা ভুল বুঝবেন। আন্তর্জাতিকভাবে এই শব্দ সংক্ষেপকে বলা হচ্ছে জেন-জির (জেনারেশন জেড বা জুমারস, যাঁদের বয়স ৯ থেকে ২৪, অর্থাৎ ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতরে যাঁদের জন্ম) ভাষা। আজ শিখে রাখুন আরও ২২টি ভাষা। সময় নেই- এর যুগে এই সংক্ষিপ্তরূপগুলো সম্পর্কে না জানলেই নয়। আজই টেক্সটিংয়ে কাজে দেবে।
১. টিওয়াইএসএম (TYSM): এর মানে সহজ। থ্যাঙ্ক ইউ সো মাচ।
২. বিটিডব্লিউ (BTW): এর মানেও সহজ। বাই দ্য ওয়ে। এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যেতে আপনি বাক্যের শুরুতে ব্যবহার করতে পারেন।
৩. এলএমকে (LMK): এলএমকে অর্থ লেট মি নো। মানে, আমাকে জানিয়ো। তুমি কখন যেতে চাও আমাকে জানিয়ো। এলএমকে হোয়েন ইউ ওয়ান্ট টু গো।
৪. আইএলওয়াই (ILY): এর পূর্ণরূপ আপনি যদি না-ও জানেন, চেষ্টা করলেই পারবেন। কেননা, আইএলওয়াই হচ্ছে আই লাভ ইউ! এর সঙ্গে কিন্তু কয়েকটা হার্ট ইমোজি না দিলেই নয়।
৫. ওএমডব্লিউ (OMW): অন মাই ওয়ে। আমি রাস্তায়, শিগগিরই তোমার সঙ্গে দেখা হচ্ছে বা তুমি চিন্তা করো না আমি আসছি—এমন সব ক্ষেত্রে লিখতে পারেন ওএমডব্লিউ।
৬. এনভিএম (NVM): নেভার মাইন্ড। মনে করুন, কথোপকথনের ভেতরে আপনি লিখেছেন, গত সপ্তাহে আমরা যেন কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম? পাঁচ মিনিট পর আপনি নিজেই আবার লিখলেন, এনভিএম, আই ফাউন্ড ইট।
৭. আইআরএল (IRL): আইআরএল এর পূর্ণরূপ হলো ইন রিয়েল লাইফ। আই উড লাভ টু সি ইউ ইন আইআরএল।
৮. ইটিএ (ETA): এর পূর্ণরূপ হলো এস্টিমেটেড টাইম অব অ্যারাইভাল। আপনি হয়তো কারও জন্য অপেক্ষা করছেন। সে কখন আসবে জানতে লিখুন, ইটিএ?
৯. টিএমআই (TMI): টু মাচ ইনফরমেশন। আপনি হয়তো কোনো একটা বিষয় সম্পর্কে অনেক বেশি বলে ফেলেছেন। তখন সেটাকে জাস্টিফাই করতে লিখলেন, টিএমআই? কিন্তু এই সম্পর্কে তোমার আসলে জানা উচিত।
১০. এফআর (FR): এফআর অর্থ ফর রিয়েল। এফআর, এত সুন্দর সিনেমা আমি জীবনে দেখিনি।
১১. ওয়াইএনকে (YNK): ইউ নেভার নো। বন্ধু বা কাউকে কোনো বিষয়ে উৎসাহিত করতে ওয়াইএনকে লিখতে পারেন।
যেমন ওয়াইএনকে, এই জবটা না পাওয়ায় হয়তো ভালোই হয়েছে। তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে।
১২. জিওএটি (GOAT): পপুলারলি ‘গোট’ নামেই পরিচিত। বিশেষ করে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর এ সংক্ষিপ্তরূপটি আর জানতে কারও বাকি নেই। গ্রেটেস্ট অব অল টাইম। সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে মেসিকে বিশেষায়িত করতে। আবার আপনি আপনার প্রিয়জনকে বলতেই পারেন, তোমার রান্না এত ভালো যে তোমাকে জিওএটি বললেও বাড়াবাড়ি হবে না।
১৩. টিএফডব্লিউ (TFW): আপনি হয়তো খুব হাসছে এমন একটা বিড়ালের ভিডিওর ওপর দেখলেন লেখা টিএফডব্লিউ। যখন আপনি না চাইতেই এক সপ্তাহ ছুটি পেয়ে যান! টিএফডবিøউ এর মানে হলো দ্যাট ফিলিং হোয়েন… সাধারণত ভাইরাল ছবি বা ভিডিওর সঙ্গেই এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
১৪. ডিএম (DM): ডিরেক্ট মেসেজ। আরও আরও এ রকম ভাষা জানতে আমাকে ডিএম করুন!
১৫. ফোমো, এফওএমও (FOMO): ফোমো অর্থ ফিয়ার অব মিসিং আউট। মনে করুন, আপনার বান্ধবী ইউরোপ ট্যুর দিচ্ছে আর আপনি বসে বসে বিসিএসের পড়া পড়ছেন। আপনি তখন তাঁকে কথাটি লিখতেই পারেন। তবে ফোমো আরও বেশি ব্যবহৃত হয় সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তায় একটা পরিচিত মানসিক ব্যাধি হিসেবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার ফলে যে হীনমন্যতা তৈরি হয়, সেটাকে বলা হয় ফোমো। যেমন এই মুহূর্তে আপনি হয়তো গোলাপি ড্রেস পরে বার্বি দেখতে যাওয়ার ছবি আপলোড না করায় আপনার অস্থির লাগছে। এই অস্থিরতাকে ফোমো হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।
১৬. আইসিওয়াইএমআই (ICYMI): ইন কেজ ইউ মিসড ইট। বুঝতেই পারছেন এর ব্যবহার কেমন হবে।
১৭. এফটিডব্লিউ (FTW): ফর দ্য উইন। সরাসরি জয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি হয়তো স্কুবা ডাইভিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। সেই ভিডিও আপলোড করে ক্যাপশনে লিখতে পারেন ‘স্কুবা লেসনস, এফটিডব্লিউ’।
১৮. টিএলডিআর (TLDR): টু লং ডিডন্ট রিড। মানে এতই বড় যে আপনি পড়ার আগ্রহ পাচ্ছেন না। বুঝতেই পারছেন বিষয়টির ব্যবহার। মনে করুন, আপনার বন্ধু ফেসবুকের একটা লম্বা লেখা শেয়ার করেছে আপনাকে পড়ার জন্য। আপনি রিপ্লাই দিলেন, টিএলডিআর। তবে আমি লেখাটা সেভ করে রেখেছি। সময় পেলে পরে পড়ব।
১৯. জিআরডব্লিউএম (GRDWM): গেট রেডি উইথ মি। টিকটক আর ইনস্টাগ্রামে বেশি ব্যবহৃত হয়।
২০. টিবিএইচ (TBH): টু বি অনেস্ট। টিবিএইচ, তোমার বয়ফ্রেন্ডকে আমার কখনোই পছন্দ ছিল না। টিবিএইচ অনেকটা এফডব্লিউআইডব্লিউ (ঋডওড) বা ফর হোয়াট ইটস অর্থের সমার্থক।
২১. আইআইআরসি (IIRC): এর পূর্ণরূপ হলো ইফ আই রিকল কারেক্টলি। আইআইআরসি, ইউ অফারড মি বেটার সার্ভিস।
২২. আইএমও/আইএমএইচও (IMO/IMHO): ইন মাই অপিনিয়ন আর ইন মাই হাম্বল অপিনিয়ন। আইএমও, ইয়োর প্ল্যান ইজ বেটার দ্যান মাই।