‘শিক্ষা ও কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষা গুরুত্ব ও করণীয়’ শীর্ষক সভা

1

‘মানসিক সমস্যাগুলো চিহ্নিত করে নিয়মিত কাউন্সেলিং এর মাধ্যমে মানসিক সমস্যাগ্রস্থ ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে।’ ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য গুরুত্ব দেওয়ার এখনই সময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উপলক্ষে মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন, ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং ডিয়াকোনিয়া’র সহযোগিতায় গত ২২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘শিক্ষা ও কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষা গুরুত্ব ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান একথা বলেন। উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল। মানসিক স্বাস্থ্য সহজে অনুমান করা যায়না কিন্তু অনুভব করা যায়।’ তিনি বলেন, ‘মানুষ সামাজিক জীব’। প্রতিটি মানুষ কোন না কোনভাবেই মানসিক চাপে থাকেন। বিভিন্ন মানসিক সমস্যা মানুষকে অসুস্থ করে তোলে। চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব। এছাড়াও অনুষ্ঠানে চবি নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক আরাফাতুল আলম এবং চবি ইতিহাস বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী হাবিবুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের উপর ধারণাপত্র উপস্থাপন করেন উৎস এর প্রোগ্রাম অফিসার রীপা পালিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি