গত ১৮ মার্চ ৩৯নং, ৩৭নং ও ৩৮নং পশ্চিম গোসাইলডাঙ্গা, মধ্যম গোসাইলডাঙ্গা, পূর্ব নিমতলা, পশ্চিম নিমতলা, ফকিরহাট, মুহুরীপাড়া, মনসুরাবাদ, পানওয়ালাপাড়া, হাজীপাড়া, মিস্ত্রিপাড়া, হালিশহর, শান্তিবাগ, আনন্দীপুর ও রঙ্গীপাড়া এলাকা দক্ষিণ মাধ্যম হালিশহর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা এম.এ মতিন। এসময় তিনি বলেন, বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ ও দেশের প্রধান সমুদ্রবন্দর লাগোয়া ওয়ার্ড ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড। ব্যবসায়ীদের প্রাণ খ্যাত এলাকাটিতে রয়েছে দেশ খ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অফিসসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। নগরীর ৪১ ওয়ার্ডের মধ্যে আলাদা গুরুত্ব রয়েছে এ ওয়ার্ডের। নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপ, ঘিঞ্জি ও ভঙ্গুর রাস্তাঘাটসহ সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করব। শিক্ষা এবং স্বাস্থ্যখাত উন্নয়নে কাজ করবো।
২৯ মার্চ চসিক নির্বাচনে মোমবাতি প্রতীকে রায় দিয়ে যদি জনগণ জয়যুক্ত করে তাহলে এলাকার মানুষের পরামর্শের ভিত্তিতে সব সমস্যা সমাধান করবো। গণসংযোগে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মছিহুদ্দৌলা, স.উ.ম আবদুস সামাদ, সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রফেসর সৈয়দ ড. জালাল উদ্দীন আজহারী, মাওলানা নুরুল ইসলাম জেহাদি, মাওলানা ওবাইদুল মোস্তাফা কদমরসুলী, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি