একজন শিক্ষক তাঁর মেধা, শ্রম ও প্রজ্ঞার মাধ্যমে ছাত্রদের উপর্যুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলে। এ ছাত্ররা শিক্ষা জীবন শেষে দেশগঠনে নিজেদের আত্মনিয়োগ করে। শিক্ষকদের অনুপ্রেরণায় আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠে। একজন শিক্ষার্থী ক্লাসে যখন একজন শিক্ষকের বক্তব্য শোনে তখন সে শুধু বক্তব্যই শোনে না, শিক্ষকের প্রতিটি জিনিস সে অনুসরণ করে এবং তার মনের মধ্যে একজন আদর্শিক ব্যক্তিত্ব তৈরি করে। শিক্ষকদের দেখে শিক্ষার্থীরা যেন সেই আদর্শ ব্যক্তিত্বের দেখা পায়, আজকের এই শিক্ষক দিবসে সব শিক্ষকের মধ্যে এই জিনিসটি জাগ্রত হোক। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম অঞ্চলে আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক উত্তম খীসা প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন। বিশ্ব শিক্ষক দিবসে এবারের প্রতিপাদ্য “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।” গত ৫ অক্টোবর আন্দরকিল্লা শিক্ষক ভবনস্থ সংগঠনের কার্যালয়ে সমিতির চট্টগ্রাম অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম, কৃষ্ণ শেখর দত্ত ও বিচিত্রা চৌধুরী, মো. ওসমান গনি, মুজিবুল হক, মো. নাসির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি