শিক্ষার্থীদের সহায়তায় হেলদি সিটি গড়তে চাই : চসিক মেয়র

3

চট্টগ্রামকে পরবর্তী প্রজন্মের জন্য বসবাসযোগ্য নগরী হিসেবে গড়তে শিক্ষার্থীদের সহায়তায় ক্লিন, গ্রীন, হেলদি সিটি হিসেবে গড়তে চান চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র।
এসময় মেয়র বলেন, দেশের বিপুল পরিমাণ মেধাবী শিক্ষার্থী প্রতিবছর বিদেশে পাড়ি জমাচ্ছে। এই প্রবণতা ঠেকাতে চট্টগ্রামকে পরবর্তী প্রজন্মের জন্য বসবাসযোগ্য নগরী হিসেবে গড়তে চাই আমি। এজন্য শিক্ষার্থীদের সহায়তায় ক্লিন, গ্রীন, হেলদিসিটি হিসেবে গড়তে চাই। “আমি ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল হেলথ প্রোগ্রাম চালু করেছি। এতে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা, স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও স্কুল পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা হয়েছে। নগরীর প্রত্যেকটি স্কুলকে আমরা ধীরে ধীরে এই প্রোগ্রামের আওতায় আনব। বিনামূল্যে দেয়া হচ্ছে বিভিন্ন টিকা। শিক্ষার্থীরা যদি নিজ নিজ স্কুল ও পাড়া-মহল্লাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, তাহলে নগরীও পরিস্কার থাকবে। তাই আমি চাই শিক্ষার্থীরা ‘ক্লিন, গ্রীন, হেলদি সিটি’ গড়ার আন্দোলনের অগ্রণী ভূমিকায় থাকুক।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। উপস্থিত ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আকতার হোসাইন, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. শওকত আকবর, মো. শওকত হোসেন ও আইনুন নাহার হিরা, শিক্ষা বোর্ড মনোনীত সদস্য মো. আকমাম খান, বিশিষ্ট শিল্পপতি রিয়াদ খান, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হানিফ এবং সাধারণ সম্পাদক মো. হাসনাত। বিজ্ঞপ্তি