দেশে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে একজন মাদক কারবারি রয়েছে এবং প্রতিদিন ২০ কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে, যা বছরে ৭ হাজার ৩০০ কোটি টাকার সমান। এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।
২৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকসেবীদের ৮০ শতাংশই তরুণ ও শিক্ষার্থী উল্লেখ করে মহাপরিচালক বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের উচিত ছোট-বড় সব পর্যায়ের মাদক কারবারিদের আইনের আওতায় আনা। পাশাপাশি, অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) এ. কে.এম গোলাম মোর্শেদ খান, চুয়েট স্কুল ও কলেজ অধ্যক্ষ রুনু মজুমদার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) মো. শহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সহকারী অধ্যাপক রেজওয়ান উস্ সালেহীন, সৈয়দা হোসনে আরা আলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান, মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি লায়ন এম এ মুছা বাবলু। বিজ্ঞপ্তি