শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখতে হবে : সিটি মেয়র

1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভালো ছাত্র হওয়া যেমন প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন ভালো মানুষ হওয়া। একজন শিক্ষার্থী যখন নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে ওঠে, তখন সে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দেশকে ভালোবাসতে শিখতে হবে, কারণ দেশপ্রেমই মানুষকে সৎ, ন্যায়ের পথে এবং দায়িত্ববান নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে। শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
২৮ অক্টোবর নগরীর দামপাড়াস্থ বাগমনিরাম আবদুর রশীদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক মিলাদ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষক বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, এই বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ৬১ বছরের এই বিদ্যালয়ের ভবন এখন সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে নির্দেশ দেব, যাতে দ্রুত ভবনের অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা যায়।
অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, অধ্যক্ষ মো. আবুল কাশেম, প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, রুমা বড়ুয়া, সাবিনা বেগম, শাহাদাত হোসাইন, বিধু ভূষণ, মানিক চন্দ্র রায় ও সেকান্দর পাশা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, শিক্ষানুরাগী সদস্য নূর হোসাইন, সুকুমার দেবনাথ, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, মির্জা মো. মনসুরুল হক, মো. বেলায়েত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি