শিক্ষার্থীদের দেশিয় ফল চেনাতে কথা কলি স্কুলে ফল উৎসব

2

পাঁচলাইশ সুগন্ধা আবাসিক ১ নম্বর রোডস্থ শিশুদের বিশেষায়িত কথাকলি স্কুলে মৌসুমী ফল উৎসব বুধবার অনুষ্ঠিত হয়। আনন্দ ও উৎসাহের সাথে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দেশিয় মৌসুমী ফল নিয়ে উপস্থিত হয় বিদ্যালয়ে। দেশিয় মৌসুমী বিভিন্ন ফল সম্পর্কে পরিচিতি লাভ করা এবং ফলের গুণাগুণ সম্পর্কে জ্ঞান অর্জন করাই ফল উৎসবের মূল লক্ষ্য। এম.এ হোসাইন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আবু তাহের, সহ-সভাপতি ডা.আব্দুল্লাহ খান, মো. জয়নাল,মো. সোহেল তাজ, শিক্ষানুরাগী মো. ইসমাইল ইমামী, শিক্ষক সুস্মিতা চৌধুরী, ফারহানা আফরিন ও অভিভাবকমন্ডলী। বিজ্ঞপ্তি