ধমর্পুর সমিতি-চট্টগ্রামের উদ্যাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও বৃত্তি প্রদান ধর্মপুর মহুরীপাড়া ড. অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের হল প্রাঙ্গণে সংঠনের সভাপতি নুরুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দীন লিটনের সঞ্চালনায় গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাকলিয়া আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ. ছফা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক জহুর আহমদ চৌধুরী, পারভেজ উদ্দীন টিপু, আবদুচ সবুর ভূঁইয়া, শিক্ষিকা হোসনে আরা বেগম, আন্ন দে, শিক্ষক সাইফুদ্দিন টিপু, ইকবাল হোসেন পারভেজ, মাস্টার মাহিউদ্দীন, কামাল উদ্দীন চৌধুরী, বাবু নিউটন শম্মা, বক্তব্য রাখেন আবদুচ সবুর ভূঁইয়া, সংগঠনে যুগ্ম সম্পাদক আহমদ কবির, মাস্টার রাসেদ। উপস্থিত ছিলেন মো: ফোরকান, আইয়ুব আলী সওদাগর, বেলাল সওদাগর, মোরশেদ আলী সওদাগর, আবদুল কৈয়ুম সওদাগর, রতন দে, বাবুল কান্তি দাশ, অজয় নন্দী, আবদুচ সালাম, মুহাম্মদ খুরশীদ আলম, নিলয়, আবদুর রহিম প্রমুখ। মেধা ভিত্তিতে যারা বৃত্তিপ্রাপ্ত- মো: ফয়সাল (ধর্মপুর মহুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫ম শ্রেণী), মুহাম্মদ ফরহাদ হোসেন ধর্মপুর আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিয়া তাহসিন তোহা পশ্চিম ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবিবা সুলতানা মুমু ধর্মপুর মহুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহানা আক্তার ইদা-ঐ, পায়েল দে-বাজালিয়া সরকারি প্রা.বি, সাজিয়া সাইফু চৌধুরী বাজালিয়া স.প্রা.বি, তামান্না সুলতানা নিপা ধর্মপুর স.প্রা.বি, রিম্পি সেন উত্তর ধর্মপুর আলমগীর সরকারি বিদ্যালয়, সুমিত দাশ গুপ্ত ধর্মপুর সরকারি প্রা:বি। আলোকিত ও মূল্যেবোধ সম্পন্ন সু-নাগরিক তৈরী করতে মেধা চর্চা গুরুত্ব অপরিসীম ভালো কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্টা করা কেবল সম্ভব। কেননা সমাজ, রাষ্ট, পরিবারের কাছে দায়বদ্ধতা রয়েছে ও তা হতে কিছুটা মুক্ত করা যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসের ফলে শিক্ষার্থীরা উন্নতির দিকে ধাবিত হবে। ভবিষ্যতে ধর্মপুর সমিতি চট্টগ্রাম বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। মোট ২৪জন নগদ অর্থ ক্রেস্ট-প্রত্যয়ন পত্র ও শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি