অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশে নিশ্চিতকরণে সকল স্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদে সমসুযোগ ও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বৈষম্যমূলক শিক্ষার পরিবেশ থেকে দূরে থাকতে হবে। একীভূত শিক্ষায় যারা হাওড়ে থাকে, চরে বসবাস করে তাদের কথাও চিন্তা করতে হবে। মাদ্রাসা শিক্ষা, নারী শিক্ষা, সবশিক্ষার কথা মাথায় রেখে কাজ করতে হবে।
সম্প্রতি যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) আয়োজিত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা : অংশীজনের প্রত্যাশা শীর্ষক মতবিনিমিয় সভায় প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহীদ ইশরাক এ মন্তব্য করেন। গণসাক্ষরতা অভিযান ঢাকার সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে নগরীর থিয়েটার ইনস্টিটিউটস্থ গ্যালারি হলে আয়োজিত সভায় জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি সাঈদুল আরেফীন স্বাগত বক্তব্যের পর গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন জয়া সরকার। দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রব, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহীদুল আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বাকবিশিস সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন গণসাক্ষরতা অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক সামছুন নাহার বেগম। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেএসইউএস সহ সভাপতি ও সাংবাদিক বিপুল বড়ুয়া, জিটিভির ব্যুরো চীফ অনিন্দ্য টিটো, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক হামিদুল হক, মানবধিকার কর্মী আনিস আহমেদ খোকন, প্রধান শিক্ষক রিংকু ভট্টাচার্য, প্রধান শিক্ষক মল্লিকা বড়–য়া, ইউসেপ প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিবিএফ হেড অব প্রোগ্রাম মামুন আল রশিদ, আদিবাসী ছাত্র প্রতিনিধি উচে মারমা, রানা তঞ্চঙ্গ্যা, ছাত্রী প্রণমী পারমিতা দাশ প্রমুখ। উপস্থিত ছিলেন দৈনিক দেশ বর্তমানের বার্তা সম্পাদক কাশেম শাহ, জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) মুনজিলুর রহমান, পার্ক প্রতিনিধি নাজমা খালেদা, সংশপ্তক প্রতিনিধি ভাস্কর বিশ্বাস, সিডিসি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস সুইটি, জেএসইউএস প্রোগ্রাম সুপারভাইজার নাসরিন আক্তার, পিও (প্রাইস) শান্তা মল্লিক প্রমুখ। জেএসইউএস এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন সমাপনী বক্তব্যে বলেন, গণসাক্ষরতা অভিযান ও জেএসইউএস’র আয়োজিত এ সভা থেকে প্রাপ্ত সুপারিশমালার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে নীতিনির্ধারণী পর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে এডভোকেসি’র একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। বিজ্ঞপ্তি