চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়ার মানবিক সংগঠন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল কলেজ পড়ুয়া হতদরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের মাঝে গত ২৬ নভেম্বর মাসিক শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানুরাগী মো. শাখাওয়াত হোসেন শিবলী। খানদীঘি হাইস্কুল মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল বশর, পূর্ব সাতবাড়িয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান নাজিম উদ্দিন ও মাইনুল ইসলাম পুতুল এবং শিক্ষাবৃত্তি উপ-পরিষদের আহবায়ক বিকাশ চন্দ্র দে। প্রধান অতিথির বক্তব্যে মো. শাখাওয়াত হোসেন শিবলী বলেন, এলাকায় তুলনামূলক পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের চেষ্টায় কাজ করছে এই ফাউন্ডেশন। হতদরিদ্র পরিবারের স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া কোন ছেলেমেয়ের শিক্ষাজীবন অর্থসংকটে ব্যাহত হবে না, তাদের পাশে থাকবে মানবতার সংগঠন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি