মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। ২৭ ডিসেম্বর বেলা ১২টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন, একাডেমিক ও আবাসিক এলাকার সংযোগ গেইট ও মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন।
এ সময় তারা ‘ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষক সাইফুলের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে, ক্যাম্পাস সাট ডাউন’ বিভিন্ন লিফলেট বিতরণ ও দেওয়াল লিখন করেন। শিক্ষার্থীরা বলেন, আমাদের একদফা দাবি হলো সাইফুল স্যারের বদলি আদেশ অতিদ্রæত প্রত্যাহার করতে হবে। যতদিন আমাদের দাবি পূরণ না হবে ততদিন ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আমরা সাইফুল স্যারের বদলি হিসেবে কোনো শিক্ষককে এ ক্যাম্পাসে প্রবেশ করতে দিব না। দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
তারা আরও বলেন, সাইফুল স্যার আমাদের ক্যাম্পাস থেকে চলে গেলে আমাদের ক্যাম্পাসে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে কোন শিক্ষক থাকবে না। যার ফলে ক্যাম্পাসের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। আমরা চাই সাইফুল স্যার আমাদের ক্যাম্পাসে থাকুক। আমরা যে কোনো মূল্যে সাইফুল স্যারকে আমাদের ক্যাম্পাসে রাখতে চাই। গত ২৪ ডিসেম্বর বস্ত্র অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাইফুল ইসলামের বদলি আদেশ দেওয়া হয়। নতুন কর্মস্থল হিসেবে বেগমগঞ্জ, নোয়াখালীতে তাকে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে, যা ৩০ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হতে হবে।
বদলির আদেশ বিজ্ঞপ্তির পর ওইদিন রাত ১১টায় শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ওইসময় তারা ক্যাম্পাসের মূল প্রশাসনিক ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মূল ফটকের সামনে আগুন জ্বালিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন।