শিক্ষক ফরিদ উদ্দিনের ইন্তেকাল

1

সীতাকুন্ডের পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন (৬৩) ক্যান্সারের সাথে লড়াই করে গত রবিবার রাতে ইন্তেকাল করেছেন। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে। তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে পন্থিছিলা উচ্চ বিদ্যালয় শিক্ষকতার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। সেখানে শেষ বিদায়ে প্রিয় শিক্ষককে দেখতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ভিড় জমায়। জানাজা শেষে তাকে নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। বাদে জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।-সীতাকুন্ড প্রতিনিধি