মিতা পোদ্দার
পিতা মাতার অবর্তমানে যিনি দায়িত্ব পালনে বিন্দুমাত্র অনীহা প্রকাশ করেন না, তিনি হচ্ছেন একজন শিক্ষক। শিশুর সুপ্ত প্রতিভাকে বিকাশের জন্য আন্তরিকতার সঙ্গে যিনি শিক্ষাদান করেন, তিনিই হলেন শিশুর আদর্শ শিক্ষক। আর সেই শিক্ষক যখন আর্থিকভাবে দুর্বল থাকে তখন মানসিকতা তাকে কখনোই ভালো থাকার স্বপ্ন দেখায় না। আপনারা হয়ত ভাবছেন কেন এমন করে বলছি? তবে শুনুন আমার শিক্ষকতার গল্প। দেশ স্বাধীন হয়েছে সবাই একই সুরে বলছে। এই বাংলাদেশে আর কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবেনা ? কোন বৈষম্য চলবে না আর এই বাংলাদেশ? সত্যিই এ কথাগুলো শুনে হাসি পায়। কোথায় আপনাদের এ নীতিকথা? কতটুকু কার্যসিদ্ধি করতে পারছেন আপনারা? আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। প্রতিটি মানুষের আশা আকাক্সক্ষা থাকে সুন্দরভাবে বাঁচার। পরিবার পরিজনের সব চাহিদা মিটিয়ে দিন শেষে কিছুটা প্রশান্তির ঘুম যাওয়া। অথচ আমি মনে করি আমার মত প্রতিটি শিক্ষকের দিনশেষে শুধু অস্বস্তির প্রহর গুণতে হয় কখন শেষ হবে প্রতীক্ষীত সেই মাস? কখন হাতে আসবে বেতনের টাকা? আমি জানিনা আমার মত আর ‘ক’জনার বেতনের টাকা মাসের দশদিন না যেতেই শেষ হয়ে যায়? আচ্ছা যদি আমার মত আপনাদের ও একই অবস্থা হয় তবে কী আমাদের বেতন প্রয়োজনের তুলনায় খুবই সীমিত? হিসাব করে দেখুন তো মাস শেষে ঘরভাড়া, মুদিখরচ, কাঁচা বাজার, সন্তানদের টিউশন ফি সব মিলিয়ে আপনি কতটা সন্তুষ্টি বোধ করছেন?
আমাদের এমন স্বল্প বেতনে আমরা কী প্রতিটি চাহিদা সুন্দর করে পূরণ করতে পারছি? না কখনোই পারছিনা। নিজের সৌখিনতা সেই কখন বিসর্জন দিয়েছি? যেখানে পারিবারিক চাহিদা মেটাতে রীতিমতো হিমসিম খেতে হয়, সেখানে কী করে নিজের বিনোদনের কথা ভাবি? চাকরীটা করতে হবে তাই করছি? কী হবে ভবিষ্যতে এত এত টাকা পেয়ে? যেখানে মানুষের এক মিনিটের জীবনের নিশ্চয়তা নেই সেখানে ভবিষ্যতে অবসরকালীন টাকা দিয়ে কতটা সুখে থাকবো আমি? আমার তো এখনই শখ পূরণ করার সময়। বৃদ্ধ বয়সে সেই তো আবার তামাশা দেখতে হবে বসে বসে। আমার টাকায় সন্তানদের আহাজারি? হায়রে দুনিয়া আমি এখন খেয়ে পরে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে চাই? সম্মানিত উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে আমাদের শিক্ষকদের বিষয়ে সুনজর দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রতিটি শিক্ষক যেন নির্ধারিত বেতনে সঠিকভাবে চলাচল করতে পারে সে বিষয়টি মাথায় রেখে বেতন বৈষম্য দূর করে একটি স্ন্দুর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বিনীত অনুরোধ জানাচ্ছি।
লেখক : প্রাবন্ধিক











