শিকলবাহা স্পোর্টস একাডেমীর জার্সি উন্মোচন

2

শিকলবাহা স্পোর্টস একাডেমীর সহ সভাপতি মোং হেলাল এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ এর সঞ্চালনায় গতকাল বিকালে কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএন ফ্যাশন এর চেয়ারম্যান সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ জসীম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকলবাহা স্পোর্টস একাডেমীর সাবেক খেলোয়াড় মোং নুরুউদ্দীন, নির্বাহী সদস্য হুমায়ুন রশিদ শাওন, মোং ইমরান, মোং সাজ্জাদ, রেজাউল, সুমন, মোং বাবলু, জিসান প্রমুখ।
এসময় উপস্থিত প্রধান অতিথি শিকলবাহা স্পোর্টস একাডেমী খেলাধুলায় কর্ণফুলী উপজেলার সুনাম বয়ে আনছে উল্লেখ করে বিত্তশালীদেরকে তাদের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ জানান এবং সামনে সামনে অনুষ্ঠিত হতে যাওয়া অ-১৩ ফুটবল টিমের পাশে থাকার আশা ব্যক্ত করেন।