শিকলবাহা স্পোর্টস একাডেমির ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট

1

বিজয় দিবস ফ্যাস্টিবল অ-১৪ ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ গতকাল বিকাল ৩টায় কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে শিকলবাহা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ এর সঞ্চানালয়ে ও শিকলবাহা স্পোর্টস একাডেমী ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মোং নুরুউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিকলবাহা স্পোর্টস একাডেমির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুর মুহাম্মদ মধু।
উদ্ভোধক ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী মোং দস্তগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা রিপোর্টার সরওয়ার রানা, সামাজিক সংগঠক ও সাংবাদিক মনসুর আলম মুরাদ, বিশিষ্ট ব্যবাসায়ী মোং সোলেমান, শিকলবাহা স্পোটর্স একাডেমির ফুটবল কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মোং সেলিম, শিকলবাহা স্পোর্টস একাডেমি ফুটবল কমিটির সহ ফুটবল সম্পাদক হুমায়ুন রশিদ শাওন, সদস্য মোং সাজ্জাদ, মোং ইলিয়াস, মোং সুমন, একাডেমির সিনিয়র খেলোয়াড় আরফাত,মুরাদ, ইমন প্রমুখ।
খেলায় ২-১ গোলে মেঘনা একাদশকে পরাজিত করে কর্ণফুলী প্রজন্ম বয়েজ।