শিকলবাহা স্পোর্টস একাডেমীর উপদেষ্টা এইচ এম হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং শিকলবাহা স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ এর সঞ্চালয়ে প্রীতি ফুটবল ম্যাচ গতকাল বিকালে কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার মাধ্যমিক অফিসার বাবুল চন্দ্র নার্থ, কর্ণফুলী যুব উন্নয়ন অফিসার সাবের আহমদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহকারী পাবলিক প্রসিকিউটর মোঃ গোলাম মোরশেদ, চট্টগ্রাম জেলা রেফারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, শিকলবাহা ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তৈয়বুল আলম আঙ্গুর, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোং মনির, শিকলবাহা স্পোর্টস একাডেমীর সিনিয়র সহ সভাপতি মোং হেলাল, সদস্য হুমায়ুন রশিদ শাওন প্রমুখ। খেলায় ১-০ গোলে চট্টগ্রাম এবি ফুটবল একাডেমীকে হারায় শিকলবাহা স্পোর্টস একাডেমী।