শাহ্ আব্দুল মালেক আল-কুতুবীর ওরশ ১৯ মার্চ

18

আগামী ১৯ মার্চ পটিয়ার মনসা শাহ্ মালেকীয়া দরবার শরীফ পাক পঞ্জেতন নূর জামে মসজিদ সংলগ্ন মাঠে আল্লামা শাহ্ আব্দুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আল-আ’জমী (রা.)’র ২০তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে-বাদে ফজর খতমে কোরআন, বাদে যোহর খতমে বোখারী, বাদে এশা হতে রাতব্যাপী মাহফিল, জিকিরে বেলায়ত ও আখেরী মুনাজাত এবং বাদে ফজর তাবারুক বিতরণ।
শরীফে সকলকে উপস্থিত হওয়ার জন্য দরবার শরীফের সাজ্জাদানশীন ও পাক পঞ্জেতন নূর, শাহ মালেকিয়া খেদমত, যুব খেদমত পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মর্তুজা মুহাম্মদ এয়াহিয়া আল-মালেকী আল জিলানী শাহ (মজিআ) অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি